জেলা প্রতিনিধি, পাবনা :
বিনা টিকিটের যাত্রী রেলমন্ত্রীর ৩ আত্মীয়কে জরিমানা করায় বরখাস্তকৃত ট্রেনের সেই টিটিই শফিকুল ইসলাম নির্দোষ বলেছেন তদন্ত কমিটির প্রতিবেদনে।
আজ সোমবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি পশ্চিমান্চল রেলের মহাব্যবস্থাপক( ডিআরএম) শহিদুল ইসলামের কাছে তাদের তদন্ত প্রতিবেদনটি জমা দেন।
তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, তদন্তে তারা টিটিই শফিকুল ইসলামের কোনো প্রকার দোষ পাননি।
উল্লেখ, গত ৬ মে খুলনা থেকে ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী থেকে বিনা টিকিটে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে এসি কেবিনে উঠে। এসময় টিটিই শফিকুল ইসলাম তাদের জরিমানা করেন। এতে রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে বরখাস্ত করা হয়। পরে বিষয়টি নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।.
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি