April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 7th, 2022, 4:59 pm

ঠাকুরগাঁওয়ে ছাগলের অদ্ভুত ২ বাচ্চা!

ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ছাগল অদ্ভুত দুইটি বাচ্চার জন্ম দিয়েছে। রবিবার (০৬ নভেম্বর) নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ি হাটপাড়ায় এ অদ্ভূত ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার এক আদিবাসীর বাড়িতে পালিত একটি ছাগল তিনটি বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা তিনটির মধ্যে দুইটি বাচ্চা অদ্ভুত। অন্য বাচ্চাটি সুস্থ ও স্বাভাবিক। ছাগলের বাচ্চাগুলো দেখতে দলে দলে লোক ছুটে যাচ্ছে ওই বাড়িতে।

ছাগলটির তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চার চার পা ও দুই কান থাকলেও নেই নাক,দুটি চোখ একসাথে ও মাথায় একটি লাল বলের মতো টিউমার। আরেকটির চার পা ও দুই কান আছে, কিন্তু নাক ও জিহ্বা অস্বাভাবিক। দুইটি বাচ্চারই জিহ্বা বের হয়ে আছে।

স্থানীয়রা বলছেন, এর আগে তাদের এলাকায় ছাগলের এমন বাচ্চা আগে কখনো দেখেননি। বাচ্চা দুটি খেতে পারছে না।

ছাগলের মালিক মানকো মুর্মু বলেন,আগেও এই ছাগলটি অনেক বাচ্চা দিয়েছে; কিন্তু এমন বাচ্চা হয়নি। এবারেই প্রথম ছাগলটির এমন বাচ্চা হয়েছে। তবে ছেলে বাচ্চাটি খেতে পারছে ও সুস্থ আছে। আর দুটি মেয়ে বিরল আকৃতির বাচ্চাগুলো নিজে তার মায়ের দুধ খেতে পারছেনা। চামচে করে তাদের জিহ্বায় ঢেলে দেয়া লাগে, তারপরে একটু খেতে পারে। এমনিতে তারা খেতে পারছে না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ জানান, ছাগলের এমন বাচ্চা হওয়ার নির্দিষ্ট কোন কারণ নেই।

প্রজননসহ জন্মগত ও জীনগত বিভিন্ন কারণে এমন হতে পারে বলে জানান তিনি।

—ইউএনবি