November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 23rd, 2023, 7:45 pm

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান (৪০) উপজেলার রত্মাই সীমান্ত এলাকার তসলিম উদ্দিনের ছেলে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকায় নুরুজামানকে গুলি করে ভারতের উত্তর দিনাজপুর জেলার ১৫২ নম্বর ব্যাটালিয়নের সোনামতী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে নিহত হন তিনি।অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু বলেন, নুরুজ্জামান একজন গরু ব্যবসায়ী ছিলেন।

বিএসএফ নিহত নুরুজ্জামানের লাশ ভারতের সোনামতি ক্যাম্পে নিয়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে, সোমবার বিকালে বিজিবি-বিএসএপ কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।

—–ইউএনবি