November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 24th, 2022, 8:01 pm

ডর্টমুন্ডকে হারিয়ে টানা ১০ম লিগ শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে পরাজিত করে তিন ম্যাচ হাতে রেখেই গত শনিবার বুন্দেসলিগায় টানা ১০ম শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঁজ এরিনাতে প্রথমার্ধে সার্জি গ্যানাব্রি ও রবার্ট লিওয়ানদোস্কির গোলে ২-০ গোলের লিড পায় বায়ার্ন। বিরতির পরপর এমরে কানের পেনাল্টিতে ডর্টমুন্ড এক গোল পরিশোধ করে। কিন্তু ম্যাচ শেষের সাত মিনিট আগে টিনএজার জামাল মুসিয়ালার গোলে বায়ার্নের জয় ও শিরোপা দুটোই নিশ্চিত হয়। এতে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে প্রথম ক্লাব হিসেবে বায়ার্নের টানা দশম শিরোপা নিশ্চিত হলো। ম্যাচ শেষে উচ্ছ্বসিত বায়ার্ন কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘এ বছরটা মোটেই সহজ ছিলনা। এ কারনেই এই চ্যাম্পিয়নশীপের জন্য আমি এতটা খুশী হয়েছি।’ এর মাধ্যমে বেভারিয়ান জায়ান্টরা ডর্টমুন্ডের বিপক্ষে টানা অষ্টম জয় তুলে নিল। তিন ম্যাচ বাকি থাকতে ডর্টমুন্ডের থেকে ১২ পয়েন্ট এগিয়ে বায়ার্ন শিরোপা নিশ্চিত করেছে। অথচ পুরো মৌসুমে বায়ার্নকে বেশ কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। চলতি মাসের শুরুতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। বায়ার্ন মিউনিখের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেছেন, ‘ভিয়ারিয়ালের কাছে হেরে বিদায় নেবার পর এভাবে লিগের শিরোপাটা জয় করা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। সবাই এই শিরোপাটা চেয়েছিল। এ কারনেই এই শিরোপাটা আমাদের সকলের কাছে বিশেষ কিছু।’ বায়ার্নের অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলরা রেকর্ড ১১টি বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। জার্মান এই অভিজ্ঞ স্ট্রাইকার বলেছেন, ‘বেশ কিছু বিষয় এবার আমাদের অনুকূলে ছিলনা, তারপরেও এই শিরোপা জয় সত্যিই অসাধারন।’
প্রথমার্ধের প্রায় পুরোটাই আধিপত্য দেখিয়েছে বায়ার্ন। তারই ধারাবাহিকতায় ১৫ মিনিটে দুর্দান্ত ভলিতে বায়ার্নকে এগিয়ে দেন গ্যানাব্রি। তার দ্বিতীয় গোলটি অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। বিরতির ১১ মিনিট আগে লিওয়ানদোস্কি ব্যবধান দ্বিগুন করেন। পোলিশ এই স্ট্রাইকারের ডর্টমুন্ডের বিপক্ষে ২৬ ম্যাচে ২৭ত গোল। ২০১৪ সালে এই ডর্টমুন্ড ছেড়েই বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভা। আগামী বছর বায়ার্নের সাথে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ কারনেই বায়ার্নে তার ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়েছে। ইতোমধ্যেই বার্সেলোনার সাথে তার যোগাযোগের বিষয়টি নিয়ে গুঞ্জন রয়েছে। এ সম্পর্কে লিওয়ানদোস্কি নিজেও ইঙ্গিত দিয়েছেন, ‘খুব দ্রুতই কিছু একটা ঘটতে যাচ্ছে। আমি শুধু জানি যে কিছু একটা বিষয় নিয়ে বায়ার্নের সাথে অন্য একটি ক্লাবের আলোচনা হয়েছে।’ দ্বিতীয়ার্ধের শুরুতেই ডর্টমুন্ড গোল আদায় করে নেয়। মার্কো রেয়াসের বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে কান ৫২ মিনিটে ডর্টমুন্ডকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। ৬০ মিনিটে সফরকারীরা আরো একটি পেনাল্টির আবেদন করেছিল। ডি বক্সের মধ্যে জুড বেলিংহামকে ফাউলের অপরাধে লুকাস হার্নান্দেজের বিপক্ষে পেনাল্টির আবেদনটি শেষ পর্যন্ত নাকচ হয়ে যায়। ডর্টমুন্ডের তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডের দুটি শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক নয়্যার। আগামী মৌসুমে বড় অঙ্কের বিনিময়ে ম্যানচেস্টা সিটিতে যোগ দেবার ব্যপারে হালান্ডকে নিয়ে ট্রান্সফার মার্কেটে জোড় গুঞ্জন রয়েছে। ৮৩ মিনিটে মুসিয়ালা ডর্টমুন্ড গোলরক্ষক মারভিন হিটজকে দ্বিতীয় প্রয়াসে পরাস্ত করলে বায়ার্নের শিরোপা নিশ্চিত হয়ে যায়। এর আগে দিনের শুরুতে ইউনিয়ন বার্লিন ম্যাচের শেষ ভাগে দুই গোল করে আরবি লিপজিগকে ২-১ গোলে পরাজিত করেছে। পরাজয় সত্তেও চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন এখনো টিকিয়ে রেখেছে টেবিলের চতুর্থ স্থানে থাকা লিপজিগ। তলানির দল গ্রেথার ফুয়ের্থকে ৪-১ গোলে বিধ্বস্ত করে লিপজিগকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে বায়ার লেভারকুজেন। এই পরাজয়ের মাধ্যমে সেপ্টেম্বরের পর থেকে টেবিলের তলানিতে থাকা ফুয়ের্থের রেলিগেশন নিশ্চিত হয়ে গেছে। বড় এই জয়ে পঞ্চম স্থানে থাকা ফ্রেইবার্গকে লেভারকুজেন তিন পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে। বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের সাথে ৩-৩ গোলে ড্র করে ফ্রেইবার্গ পয়েন্ট হারানোয় উপরে ওঠা সহজ হয়েছে লেভারকুজেনের।