অনলাইন ডেস্ক :
খ্যাপাটে চরিত্রের কোচ হিসেবে পরিচিত জোসে মরিনিয়োর যেন বিতর্ক ছাড়া চলেই না! সেটির নজির দেখা গেল আরেকবার। রোমার এই কোচ ম্যাচ চলাকালীন ডাগআউটে বলে কিক মেরে গ্যালারিতে দর্শকদের মাঝে পাঠিয়ে দেখলেন লাল কার্ড। পরে সংবাদ সম্মেলন এড়িয়ে রসিকতা করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটা শনিবার সেরি আয় রোমা ও হেল্লাস ভেরোনার ম্যাচে। কোভিড ও চোটে বিপর্যস্ত রোমা ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে। মরিনিয়ো যদিও সন্তুষ্ট ছিলেন না। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রেফারির দিকে ‘ফোন’ করার মতো ভঙ্গি করেন তিনি। পুরো ম্যাচেই রেফারি লুকা পাইরেত্তোর সঙ্গে বেশ কয়েক বার লেগে যায় তার। যার চ‚ড়ান্ত পরিণতি দেখা যায় শেষ বাঁশি বাজার আগে। বলে লাথি মেরে স্তাদিও অলিম্পিকোর গ্যালারিতে পাঠান মরিনিয়ো। রেফারি তাকে বহিষ্কার করেন লাল কার্ড দেখিয়ে। রিয়াল মাদ্রিদ, চেলসি, টটেনহ্যাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলানের সাবেক কোচ মরিনিয়ো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে অস্বীকৃতি জানান। ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করার পাশাপাশি খানিকটা মজাও করেন এই পর্তুগিজ কোচ। “আমি এই মানুষগুলোকে ভালোবাসি এবং তাদের জন্য লড়াই করি। (সংবাদ সম্মেলনে) কথা না বলে বাসায় গিয়ে একটা সুন্দর ডিনার করাই ভালো। রোববার ভালো কাটুক।”
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা