November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 1:34 pm

ডামুড্যায় কোম্পানির অফিসারকে পিটিয়ে আহত করে লক্ষাধিক টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
শরীয়তপুর জেলায় ডামুড্যা উপজেলা সিড্যা ইউনিয়নের রূপচাঁন মাদবরের ছেলে আব্দুল মতিন মাদবরকে পিটিয়ে আহত করে দুই লক্ষ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আব্দুল মতিন মাদবর দীর্ঘদিন যাবৎ রাজিব এগ্রো কেমিক্যাল কোম্পানি লিমিডেট শরীয়তপুর জেলা মার্কেটিং অফিসার হিসেবে একটি বেসরকারি কোম্পনিতে চাকরি করেন। গত ১৩ই ডিসেম্বর মার্কেট করে টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় পূর্ব সিড্যা ৫নং ওয়ার্ডের আমির ঢালী রাজিবের সাথে কথা কাটাকাটি করেন এক পর্যায় হাতাহাতি হওয়ার পথে আব্দুল মতিন ওই পথ দিয়ে বাড়ি যাওয়ার সময়, ০১। আমির ঢালী, পিতাঃ মৃত আব্দুল মজিদ ঢালী ০২। আলমগীর ঢালী (৪২), পিতাঃ মৃত আজিজ ঢালী ০৩। শিমুল আকন(১৮) পিতাঃ নান্নু আকন ০৪। শালিক ঢালী (২০) পিতাঃ মোহাম্মদ ঢালী ০৫। সামছু সরদার (৬৫) পিতাঃ মৃত রহমান আলী সরদার ০৬। নাঈম আকন (২৫) পিতাঃ নান্নু আকন ০৭। সিরাজ মাঝি (৫৫) পিতাঃ মৃত বকসু মাঝি ০৮। রুমান ঢালী (২৩) পিতাঃ কালাচান ঢালী। দুইজনকে দুই দিকে সরিয়ে দিলে পরে আমীর ঢালীর গ্রুপের লোকজন আব্দুল মতিনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন, মাটিতে লুটিয়ে পড়েন আশে পাশের লোকজন তাকে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে ভর্তি করার পর ডাক্টার রেফার করেন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন। আব্দুল মতিনের বড় ভাই বারেক মাদবর বলেন আমার ভাইকে আমির ঢালীর লোকজন পিঠিয়ে আহত করে আমার ভাইয়ের সঙ্গে থাকা টাকা পয়সা আমির ঢালীর লোকজন নিয়ে যায়। এ ব্যাপারে ডামুড্যা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমীর ঢালী বলেন আমি ৫নং ওয়ার্ডের ওয়াজে যাওয়ার সময় আমার সাথে রাজিবের কথা কাটা কাটি হয় সে আমাকে মারার চেষ্টা করছিলো। আব্দুল মতিন আমার চাচাতো ভাই আলমগীর ঢালীকে লাথি মারে এবং নিজের লাথিতে তিনি ইটের সাথে মাথায় আঘাত খায়। এ ব্যাপারে আমির ঢালীও ডামুড্যা থানা একটি অভিযোগ করেন।