March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 18th, 2022, 12:28 pm

ডামুড্যায় নির্যাতন মিথ্যা মামলা হয়রানির প্রতিবাদে অব. সেনা সদস্যের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলা কনেশ্বর ইউনিয়নের ধনই গ্রামের ৯নং ওয়ার্ডের আঃ রব দর্জি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য। গত ১৬ই সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ ঘটিকায় নির্যাতন, ঘর ভাঙ্গা, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ডামুড্যা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, আমার প্রতিবেশী লাল মিয়া দর্জি থেকে আমার বড় ছেলে প্রিন্স দর্জি ক্রয়কৃত জায়গা অন্যয়ভাবে দখলের নেওয়ার জন্য চেষ্টা করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমার মত একজন বৃদ্ধ ও অসুস্থ মানুষের পক্ষে কি তাদের উপর হামলা করা সম্ভব। ২০১২ইং সালের সিএমএইচ এ আমার ওপেন হার্ড সার্জারি হয় এবং তারপর পর থেকে আমি অসুস্থ জীবন যাপন করছি। বর্তমানে আমি নানা শারীরিক জটিলতায় ভুগছি। প্রতিবেশী লাল মিয়া দর্জি ছেলে-মেয়েরা যথাক্রমে (১) মোঃ আব্দুল্লাহ আল মামুন, (২) নাসরিন রহমান উল্লাহ, (৩) সৈয়দা শামীমা, (৪) মাহমুদা আকবর, (৫) মাহবুবা আক্তার তারা আমার পরিবারের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে আমাদের ঘর ছাড়া করার চেষ্টা করেছে। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। লাল মিয়া দর্জি ছেলে-মেয়েরা প্রতিনিয়ত হুমকি দিয়েই যাচ্ছে।