জেলা প্রতিনিধি, শরীয়তপুর
৩১ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় ডামুড্যা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন দুলাল খান। গত ২৬ ডিসেম্বর ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। শিধলকুড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আদাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্য পদে ফুটবল মার্কার গণনা ও বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন উক্ত নির্বাচনে আমি মোঃ দেলোয়ার হোসেন দুলাল খান সদস্য পদে ফুটবল মার্কা নিয়ে প্রার্থী ছিলাম। আমার একমাত্রা প্রতিদ্বন্ধি প্রার্থী শামসুল হক বেপারী মোরগ প্রতিক নিয়ে প্রার্থী ছিলেন। আপাতত দৃষ্টিতে সারাদিন শান্তি শৃংঙ্খলার সাথে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। ভোট গণনার প্রাক্কালে বাছাই পর্বের সময় আমি লক্ষ করি আমার ফুটবল প্রতিক আনুমানিক শতাধিক ভোটে অগ্রগামী ছিল। একপর্যায়ে মাঠে অবস্থানরত আমার কর্মী সমর্থকগণ আমার সুনিশ্চত বিজয় জেনে হঠাৎ করে শ্লোগান শুরু করলে আমি দ্রুত বারান্দায় যেয়ে অনেক কষ্টে মিছিল থামাই এবং প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওয়াশ রুমে যাই। ফিরে এসে দেখি আমার ফুটবল প্রতীক ও আমার প্রতিদ্বন্ধি প্রার্থী মোরগ প্রতিকের ভোট আমার অনুপস্থিতিতে বান্ডেল করে প্রিসাইডিং অফিসারের টেবিলে উল্টো করে রাখা হয়েছে। আমি গণনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে ভোট গণনার জন্য বললে আমাকে বলে গণনা তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি বলি আমার অনুপস্থিতিতে কেমন করে ভোট গণনা করা হলো। এখন আমার দাবী আমার উপস্থিতিতে পূণরায় ভোট গণনা করতে হবে। প্রিজাইডিং অফিসার মোঃ মিজানুর রহমান আমাকে ধমক দিয়ে বললে আপনি চুপ করেন। আজ আর গণনা সম্ভবনা। এই নিয়ে আমার সাথে ৫/৭ মিনিট কথা কাটাকাটি হয়। আমি বিনয়ের সাথে বারবার অনুরোধ করা সত্বেও আমার কথা বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে আমাকে তাচ্ছিল্যের সাথে ধমক দিয়ে বলে আপনি চুপ থাকেন। আমি গত ২৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার এবং রিটার্নিং অফিসারের বরাবর ভোট পূণরায় গণনার লিখিত আবেদন করি। নির্বাচন কমিশনের প্রতি আমার দাবী পূণরায় ভোট গণনা করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি হেরে গেলেও তাতে আমার কোন আপত্তি থাকবে না।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি