জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার বেদে সম্প্রদায়ের শিশুদের মধ্যে ওসির ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ সপ্তাহ ২০২২ এর মূল প্রতিপাদ্য বিষয় দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের পুলিশ সপ্তাহ চলাকালে বেদে সম্প্রদায়ের শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মধ্যে ওসি শরীফ আহম্মেদ প্রশংসায় ভাসালেন পুলিশ বাহিনীকে। ২৬ জানুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায় ডামুড্যা ধানহাটা ব্রীজ সংলগ্ন বেদে পল্লীতে মাঘের শীতের তীব্র প্রভাবে প্রকৃতিজুড়ে আজ নিঃস্ব রিক্ত পরিবেশ। দরিদ্র অসহায় মানুষের জীবনে শীতকালীন এ সময়টা আরো ভীষণ দুঃখ দুর্দশা বয়ে নিয়ে আসে।
এমনই যখন প্রাকৃতিক পরিবেশ তখন ডামুড্যার জয়ন্তী নদীর তীরে ২৫ বছর ধরে বসবাস করে আসা বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ তার সহকর্মীদের নিয়ে ডামুড্যা পুলিশের পক্ষ থেকে এ শীত বস্ত্রদান কর্মসূচির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা থানার এস.আই স্বজল। ওসি শরীফ আহম্মেদ সমাজের বৃত্তশালী মানুষদেরকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি