November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 8:53 pm

ডামুড্যায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। ২৩ জুন বৃহস্পতিবার বেলা ১১:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সরকারি কর্মকর্তা ছাড়াও পৌরসভার কাউন্সিলর, ইউ.পি চেয়ারম্যান, ইউ.পি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, এনজিও কর্মকর্তা, স্কুল কলেজের প্রধান, মসজিদের ইমাম, প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, মেডিকেল অফিসার, বণিক সমিতি ও সুশীল সমাজের লোকজন কর্মশালায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকতা হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজির উল্লাহর।