জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা):
শরীয়তপুর ডামুড্যা উপজেলায় ১৪৩০ জন কৃষক কৃষাণীর মধ্যে সরিষা, গম, ভূট্টা, সূর্যমুখী, মুগডাল এবং খেসারী বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলায় অডিটরিয়মের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদীর রাখা যাবে না। এই বাস্তবায়নে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ডামুড্যা উপজেলায় কৃষক কৃষাণীদের সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, এই বৎসর কাবিখা টিআর দিয়ে রাস্তা না বানিয়ে কৃষকদেরকে বীজ ও সার কিনে দিন। একজন কৃষক আলু চাষ করতে চাইলে তাকে আলুর বীজ ও সার কিনে দেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী কৃষিবিদ মোঃ মতলুবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা কমিশনার ভূমি সবিতা সরকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার প্রনব কুমার কর্মকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সুবোধ কুমার দাস, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ শরীফুল, মূল প্রবন্ধ উপস্থাপন উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ সমাবেশে উপস্থিত ছিলেন। কৃষককে ৫০% ভোক্তকি রেখে তিনটি মাড়াই মেশিন বিতরণ করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি