জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের দেলোয়ার মাঝি ও পিতা সোনাবালী মাঝি গত ১০ই জানুয়ারী রাত ২ ঘটিকার সময় আসাদুজ্জামান পিতা কামিজ উদ্দিন বেপারী তার দলবল সহ আমেনাকে দরজা খুলতে বলে। আমরা আইনের লোক। দরজা খোল। দরজা খুললে ঘরে ঢুকে আমাদেরকে মারপিট করে সোকেস, আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা হাতিয়ে নিয়ে যায়। আমেনা বেগম চিৎকার করলে তাকে মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে যায়। আমেনা বেগমের মেয়ে হাসিনা বেগম চেচামেচি করে বাচাও বাচাও বলে মাকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতলে ভর্তি করে। হাসিনা বেগম বলেন ওরা আমার মায়ের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং সবচেয়ে বেশী আমার মায়ের মাথায় আঘাত পাই। হাসিনা বেগম বলেন আমার মা কি দোষ করেছে ও স্বর্ণ গহনা টাকা পায়সা নিয়ে যাক কিন্তÍ আমার মাকে যেভাবে মারছে মনে করেছিলাম মা আর বাচবে না। একই এলাকার বাষিন্দা কামিজ উদ্দীন বেপারী ছেলে আশাদুদ জামানের বাড়ী। আশাদুর জামানের সাথে দেখা করতে চাইলে ও আশাদুর জামান দেখা করেনি। এব্যাপরে ডামুড্যা থানায় একটি অভিযোগ দায়েল করেছেন হারুন মাঝি।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি