জেলা প্রতিনিধি, শরীয়তপুর:
বাহেরচর হোসাইনিয়া দালিখ মাদ্রাসার একতলা ভবন শুভ উদ্বোধন করেন শরীয়পুর-৩ এর এম.পি নাহিম রাজ্জাক। গত ২৭শে সেপ্টেম্বর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাহেরচর হোসাইনিয়া দাখিল মাদ্রাসা রাজস্ব প্রকল্পের আওতায় চারতলা একাডেমী ভবনের ভীত বিশিষ্ট একতলা একাডেমী ভবনের শুভ উদ্বোধন করেন স্বনির্ভন শরীয়তপুর-৩ আসনের সংসদস সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার। উদ্বোধন শেষে ১০ শষ্যা বিশিষ্ট জাতীয় বীর আব্দুর রাজ্জাক মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাদেকুর রহমান সবুজ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক সোহেল পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিসেস কোহিনুর আক্তার। পরিদর্শন শেষে চরমালগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সুধী সমাবেশের আয়োজন করেন। প্রধান অতিথি নাহিম রাজ্জাক এমপি বলেন স্কুল, কলেজ থেকে স্বাস্থ্য মূল চাবিকাঠি হচ্ছে জননেন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৮ তারিখে জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আশি লক্ষ টিকা একদিনে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। সুধী সমাবেশে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন মাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। উপজেলা দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসাহাক মিয়া, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হানিফ মিয়া, সাংস্কুতিক সম্পাদক মোঃ আবুল কালাম মাদবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন কামল, সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম শান্ত, উপজেলা যুবলীগের সিনিয়র সভাপতি মোঃ গোলাম মাওলা রতন, সাধারণ সম্পাদক মোঃ শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি