মোঃ নুরুল ইসলাম খোকন, শরীয়তপুর (ডামুড্যা) :
ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাঠি গ্রামে ৫০টি পরিবারের একটাই ভরসা কাঠের পোল। ২০১৯ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ কাঠের পোলটি তৈরী করা হয়। কিন্তু নিম্নমানের কাঠ ও খুটি দিয়ে পোলটি তৈরী করায় অল্প দিনের মধ্যে পোলটি জরাজীর্ন হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় খেটে খাওয়া মানুষদের। কাঠের পোলের পাশেই রয়েছে ৬৯নং মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশু থেকে পঞ্চশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় স্কুলে। গঙ্গেশকাঠি গ্রামের বাসিন্দা মাহামুদা বেগম বলেন, ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাতায়াত করতে খবুই কষ্ট হয়ে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এতে করে কার মার বুক খালি হয়। গঙ্গেশকাঠি ০১নং ওয়ার্ডের বাসিন্দা রীনা বেগম বলেন, আমি যে বড় মানুষ আমার অনেক ভয় করে না জানি কখন নিচে পড়ে যাই। এতো মানুষ আশা যাওয়া করে এই পোলটি কারো চোখে ধরা পড়ে না। পোলটির পূর্বপাশের্^ রয়েছে কৃষি আবাদি বিঘায় বিঘায় জমি যা পোলটি পাড় হয়ে গঙ্গেশকাটি গ্রামের মানুষকে জমি আবাদ করতে যেয়ে তাদেরও ভোগান্তি পোহাতে হয়। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন স্কীম দিয়েছি পাশ হলেই দ্রুত গতিতে পোলটির কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি