April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 27th, 2023, 8:06 pm

ডিকশনারিতে নতুন শব্দ ‘পেলে’

অনলাইন ডেস্ক :

ডিকশনারিতে ইংরেজি ইউনিক বা অনন্য শব্দটির সমার্থক শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হলো ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলের নাম। ব্রাজিলের জনপ্রিয় পর্তুগিজ ভাষার মাইকেলিস ডিকশনারির অনলাইন ভার্সনে পেলে শব্দটিকে নতুন বিশেষণ হিসেবে যুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেলে ফাউন্ডেশন পেলের নামটি ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে একটি প্রচারণা চালায়।

সংস্থাটি এ প্রচারণায় এক লাখ ২৫ হাজারের বেশি পেলে সমর্থকদের স্বাক্ষর সংগ্রহ করে। পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনবার বিশ্বকাপ জয় করেছেন। ফুটবলের কালো মানিক পেলে গত বছরের ডিসেম্বরে ৮২ বছর বয়সে মারা যান। দুই দশকের খেলোয়াড়ি জীবনে স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ৬৫৯টি অফিসিয়াল ম্যাচে ৬৪৩ গোল করেন পেলে। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। পুরো ক্যারিয়ারে তার গোল সংখ্যা রেকর্ড ১,২৮১টি। ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন পেলে।