ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে নতুন নাম হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।
আইনমন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিল, সেই ধারা রেখেই তা করা হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে বহু ধারা সংশোধন হয়েছে। এটার আজকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে।’
আইনটিতে কি ধরনের সংশোধন আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি এটুকু বলতে পারি- ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সবাই খুশি হবেন।’
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম