অনলাইন ডেস্ক :
তানজিম হাসান সাকিব। মাত্র ২১ বছর বয়সী ডানহাতি এই পেসার গত সোমবার বল হাতে জাদু দেখিয়েছেন। ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি উইকেট। সিলেটের এই বোলার পাওয়ার প্লের ওভারগুলোতে সেই উইকেট ৩টি নিয়েছেন। যেখানে সবচেয়ে বেশি খুশি হয়েছেন কুইন্টন ডি ককের উইকেট নিয়ে। তার মাধ্যমে আগ্রাসী হয়ে ওঠা দক্ষিণ আফ্রিকার টুটি প্রায় এক হাতে টেনে ধরেছেন তানজিম সাকিব।
শুরুতে তার দেওয়া ধাক্কা কাটিয়ে উঠতে লড়াই করতে হয়েছে প্রোটিয়াদের। মাঝের ওভারগুলোতে কিছুটা রান এলেও জুনিয়র সাকিবের চাপ থেকে বের হতে পারেনি এইডেন মার্করামরা। প্রথম ইনিংস শেষে তানজিম সাকিব বলেন, ‘নিউ ইয়র্কের উইকেটে কম রান হবে, সেটি সকলেই জানেন। আমরা বিগত ম্যাচগুলো তেমনই দেখেছি। আমরা স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সেটি কাজে দিয়েছি।’
এ দিন জুনিয়র সাকিব ৪ ওভার বল করলেও সিনিয়র সাকিব অর্থাৎ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করেন মাত্র ১ ওভার। নবম ওভারে এসে ৬ রান দেন তিনি। এরপরে আর বল হাতে দেখা যায়নি মিস্টার সেভেন্টি ফাইভকে। জুনিয়র সাকিব প্রথম ওভারে নেন রিজা হ্যানড্রিকসের উইকেট। এরপরে কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবসকে তুলে নেন যথাক্রমে তৃতীয় ও পঞ্চম ওভারে।
উইকেট দখল নিয়ে তিনি বলেন, ‘ডি ককের উইকেট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তিনি ছক্কা মারতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং আমি উইকেট তুলে নিয়েছি। এই জিনিসগুলো সবসময়ই আমাকে খুশি রাখে। এ ছাড়া দর্শকদের দেখে আমি খুশি। তারা আমাদের অনেক অনুপ্রেরণা দেন। সকলকে ধন্যবাদ দিতে চাই।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা