November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 3rd, 2024, 2:46 pm

ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ

গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে গাজীপুর থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-গাজীপুর রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য রুটে তা স্বাভাবিক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ডুয়েটের কয়েকজন শিক্ষার্থী জেলা শহরের শিববাড়ি মোড় থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে বাস স্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই শিক্ষার্থীরা। এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের উপর চড়াও হন। সে সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে ডুয়েটের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের মারধর করার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়।

তিনি জানান, এরপর ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এসে বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি বাসে ভাঙচুর করে এবং বাসে থাকা শ্রমিকদের উপর হামলা চালিয়ে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ মিছিল করে বাস চলাচল বন্ধ রাখেন গাজীপুর বাস স্ট্যান্ডের শ্রমিকেরা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তবে অন্যান্য সকল পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফিসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে বিষয়টি সুরাহা করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।’

—-ইউএনবি