November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 1st, 2022, 9:29 pm

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৯৮৩

দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪৮ জনের।

একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৯৮৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ৫৩২ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৫১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৫৯৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩২২জন এবং এক হাজার ২৭৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৯ হাজার সাত জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৫৪৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১২ হাজার ৪৫৯ ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৩৫ হাজার ২৬১ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

এদের মধ্যে ২৪ হাজার ১৩৭ জন ঢাকার এবং বাকি ১১ হাজার ১২৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

—-ইউএনবি