April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:15 pm

ডেঙ্গু: একদিনে শনাক্ত হাজার ছাড়াল

ফাইল ছবি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১৩ জন প্রাণ হারালেন। এছাড়া এ সময়ে একদিনে ১০৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ৫৮৯ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৪৪৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ৪৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে দুই হাজার ২৮৬ জন ঢাকার মধ্যে এক হাজার ২০৬ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩১ হাজার ৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২২ হাজার ১৩ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন নয় হাজার ৫০ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ২৭ হাজার ৪৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ১৯ হাজার ৬৬০ জন ঢাকার বাসিন্দা, বাকি সাত হাজার ৭৯৮ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

—-ইউএনবি