অনলাইন ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যুসহ মৃতের সংখ্যা বেড়ে ৩৮ এ পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য পরিসেবা মহাপরিচালকের (ডিজিএইচএস) একটি প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতদের মধ্যে ৩৪ জন ঢাকা শহরে, দুইজন চট্টগ্রাম বিভাগে,খুলনায় একজন এবং রাজশাহীতে একজন মারা গেছেন।
এছাড়া, এই সময়ের মধ্যে মোট ২৫৮ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের মধ্যে ২১২ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে জানিয়েছে ডিজিএইচএস।
ডিজিএইচএসের মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় ১ হাজার ৭৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে ৯৮৮ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ৮৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি।
জানুয়ারির পর থেকে প্রায় আট হাজার ৫৭৫ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিজিএইচএসের মতে, এ পর্যন্ত সাত হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক