April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 7:43 pm

‘ডেলিভারিম্যান’ থেকে স্কটল্যান্ডের ক্রিকেট তারকা

অনলাইন ডেস্ক :

জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়েছেন ক্রিস গ্রিভস। খুব বেশি দিন হয়নি স্কটিশ এই ক্রিকেটার অ্যামাজনের ডেলিভারিম্যানেরও চাকরি করেছেন! জীবনে অনেক ত্যাগ স্বীকার করা এই ক্রিকেটারই এখন স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ তারকা। ঘূর্ণি জাদুতে মূল্যবান দুই উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ৪৫ রানের মূল্যবান ইনিংস যোগ করেছিলেন। তাতেই প্রথম পর্বে বাংলাদেশের মতো জায়ান্টকে বধ করতে পেরেছে স্কটিশরা। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে। এমন নজড়কাড়া পারফরম্যান্সের পর চারদিক থেকে প্রশংসা পাচ্ছেন এই অলরাউন্ডার। স্বয়ং তার অধিনায়ক কোয়েটজার প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বকাপের প্রথম পর্বে কাল দু’বার দলের ত্রাতা ছিলেন গ্রিভস। ৫৩ রানে ৬ উইকেট হারানোর পর স্কটল্যান্ড লড়াই করার মতো পুঁজি পায় তার অবদানে। যার ২৮ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস ছিল দেখার মতো। মার্ক ওয়াটের সঙ্গে গ্রিভসের ৫১ রানের জুটি-ই স্কটল্যান্ডকে লড়াইয়ে রাখে শেষ পর্যন্ত। এ ছাড়া বাংলাদেশ ইনিংসে যখন সাকিব আল হাসান ও মুশফিকুর রহমানের জুটি জমে উঠেছিল, তখনই দুজনকে ফিরিয়ে দিয়ে চমক দেখিয়েছেন এই লেগ স্পিনার। তাই তো অধিনায়ক কোয়েটজার ম্যাচ শেষে প্রশংসা করে বলেছেন, ‘এটা তার জন্য অভাবনীয় একটি দিন। কিন্তু হঠাৎ করে আমাদের জন্য চমকপ্রদও। আমরা জানি তার সামর্থ্য আছে এটা করার। সত্যিকার অর্থে আমরা তার জন্য গর্বিত। সে অনেক আত্মত্যাগ করেছে। বেশি দিন হয়নি, একসময় অ্যামাজনে ডেলিভারিম্যান হিসেবেও কাজ করেছে। এখন সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বাংলাদেশের বিপক্ষে।’