ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেন সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতে এলে তিনি বলেন, ‘ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
২০১৮ সালে দেশের পানি সম্পদের ভবিষ্যত ব্যবহার সুরক্ষিত করতে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব প্রশমিত করতে ডেল্টা প্ল্যান ২১০০ হাতে নেয় সরকার।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ হাসিনা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য বিশেষ করে সংযোগ বৃদ্ধি, বাণিজ্য সহজীকরণ এবং জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে এডিবির সহায়তা চেয়েছেন।
এসময় এডিবিতে নিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক ভারসাম্যের সুবিধার্থে এডিবির শীর্ষ ব্যবস্থাপনা ও প্রশাসনে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণ কামনা করেন প্রধানমন্ত্রী।
এডিবির ভাইস প্রেসিডেন্ট (অপারেশন-১) শিজিন চেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমৎকার নেতৃত্বে মহামারি সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবিলায় অন্যতম সেরা উদাহরণ সৃষ্টি করেছে।
শিজিন চেন বলেন, এডিবি সব সময় বাংলাদেশের সঙ্গে থাকবে এবং দেশের শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই উন্নয়নে সহায়তা করবে।
তিনি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বাংলাদেশকে সাহায্য করতে এডিবির আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,
‘এ সময়টা সাধারণত ক্রিটিক্যাল, তবে বাংলাদেশ বেশ ভালো করছে।’
এসময় অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন,এডিবি ডেপুটি ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়ান ডিপার্টমেন্ট) মনমোহন প্রকাশ এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম