November 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 7:58 pm

ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী মারা গেছেন

অনলাইন ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার ম্যানহাটনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন ৭৩ বছর বয়সী ইভানা।নিউ ইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ইভানার মৃত্যুর বিষয়টি তার পরিবারের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। পরিবারের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ এপার্টমেন্টের সিঁড়ির নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইভানাকে মৃত ঘোষণা করেন। সাবেক স্ত্রীর বিয়োগের খবর নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্পও। নিজের প্রতিষ্ঠিত রক্ষণশীল সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে সাবেক স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘‘যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই।’’ তিনি আরও বলেন, ‘‘চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক একজন নারী ছিলেন ইভানা। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।’’ ১৯৭৭ সালের ৭ এপ্রিল চেক বংশোদ্ভূত মডেল ইভানাকে বিয়ে করেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৮০ দশকে নিউইয়র্কের অনুকরণীয় এবং বহুল আলোচিত জুটির তালিকায় এ দম্পতি শীর্ষে অবস্থান করতেন। ইভানার গর্ভজাত তিন সন্তান রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের। ১৯৯২ সালে তাদের বিচ্ছেদের আগ পর্যন্ত খবরের শিরোনামে থাকতেন এ দম্পতি। এমনকি তাদের বিবাহ বিচ্ছেদের কার্যক্রম বিশ্বব্যাপী প্রচার পেয়েছিল। একনাগাড়ে এগারো দিন নিউইয়র্কের ট্যাবলয়েড সংবাদপত্রের প্রথম পাতা দখলে রেখেছিল তাদের বিচ্ছেদের খবর। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি জবানবন্দীতে ইভানা ডোনাল্ডকে ধর্ষণ এবং তার চুলের মুঠো টেনে বের করার অভিযোগ এনেছিলেন।