অনলাইন ডেস্ক :
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি রবিবার ভোরে তার বাসভবনকে লক্ষ্য করে করা এক সশস্ত্র ড্রোন হামলা থেকে বেঁচে গেছেন। কর্মকর্তারা বলেছেন, তিনি অক্ষত আছেন।
ইরান-সমর্থিত মিলিশিয়াদের গত মাসের পার্লামেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানানোর কারণে উদ্ভূত উত্তেজনার মধ্যে হামলাটি তীব্রতা ছড়িয়েছে।
দুই ইরাকি কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বাগদাদের ব্যাপক সুরক্ষিত গ্রিন জোন এলাকায় দুটি সশস্ত্র ড্রোন হামলায় আল-কাদিমির সাতজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
হামলার পরপরই প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, দেশদ্রোহিতার রকেট নিরাপত্তা বাহিনীর দৃঢ়তাকে একটুও নাড়া দেবে না। আমি ভালো আছি এবং আমার লোকদের মধ্যে আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।
এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ড্রোনগুলি আল-কাদিমির বাড়িকে লক্ষ্য করে করা হয়েছিল। বাগদাদের বাসিন্দারা গ্রীন জোনের দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেখানে বিদেশী দূতাবাস ও সরকারি অফিস রয়েছে।
রাষ্ট্রীয় একটি গণমাধ্যম জানিয়েছে, এটি একটি হত্যার ব্যর্থ প্রচেষ্টা ছিল। এই ব্যাপারে নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২