অনলাইন ডেস্ক :
জার্মান পাবলিক মিডিয়া সার্ভিস ডয়চে ভেলের (ডিডব্লিউ) সম্প্রচার বন্ধ করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার রুশ সরকার মস্কোর ডিডব্লিউ অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ পদক্ষেপের কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া ডিডব্লিউর স্যাটেলাইট ও সমস্ত ব্রডকাস্টিং অধিকার কেড়ে নেওয়া হয়েছে।’ এখন থেকে ডয়চে ভেলকে রাশিয়ায় ‘ফরেন এজেন্ট’ হিসেবে দেখা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। ডিডব্লিউয়ের এক খবরে বলা হয়েছে, রাশিয়ায় কর্মরত ডিডব্লিউ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। এর অর্থ হলো, এখন থেকে ডিডব্লিউ-এর সাংবাদিকরা রাশিয়ায় সাংবাদিকতা করতে পারবেন না। তাদের সাংবাদিক হিসেবে বিবেচনা করবে না সরকার। মস্কোর এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করে ডয়চে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ বলেছেন, তিনি আইনি পদক্ষেপ নেবেন। এছাড়া জার্মান সরকার রাশিয়ার এ পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। উল্লেখ্য যে, সম্প্রতি রুশ সরকারি সংবাদমাধ্যম আরটির জার্মান ভাষায় সম্প্রচার জার্মানিতে বন্ধ করা হয়েছিল। বার্লিনের এমন পদক্ষেপে আপত্তি জানিয়েছিল মস্কো। এবার মস্কোর নেওয়া সিদ্ধান্তকে পাল্টা পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে ডিডব্লিউর মহাপরিচালক পিটার লিমবুর্গ অবশ্য বলেছেন, আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম, অন্যদিকে ডিডব্লিউ জার্মানির পাবলিক ব্রডকাস্টার। ফলে আরটির সঙ্গে ডিডব্লিউ-র বিষয়টি গুলিয়ে ফেললে ভুল হবে। তাছাড়া রাশিয়া যেভাবে ডিডব্লিউর কার্যালয় বন্ধ করেছে, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে তা সাংবাদিকদের মুখ বন্ধ করার প্রচেষ্টা। রাশিয়া কখনই সাংবাদিকদের মুখ বন্ধ করে দিতে পারবে না। এর আগেও বিদেশি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে সমালোচিত ক্রেমলিন। সর্বশেষ এ ঘটনায় পশ্চিমা সংবাদমাধ্যমের সঙ্গে মস্কোর দূরত্ব আরও বাড়ল।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু