November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 7th, 2024, 7:16 pm

ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া দীর্ঘ বৈঠক শেষে এ তথ্য জানান রাষ্ট্রপতির প্রেস সচিব।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবে সম্মতি দেন।

এসময় রাষ্ট্রপতি বলেন, দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মনোনয়ন চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি।

এছাড়াও এ সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক ছিলেন।

—–ইউএনবি