অনলাইন ডেস্ক :
মঙ্গলবার সকালে ঢাকাবাসীদের জন্য সারপ্রাইজ নিয়ে এলেন বলিউড সুপারস্টার সালমান খান। এক ভিডিও বার্তায় সালমান খান জানালেন, তাঁর পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লথিং’ ঢাকায় আউটলেট চালু করতে যাচ্ছে। বর্তমানে ১৫টিরও বেশি দেশে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’র আউটলেট রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাপী ৫০০টি স্টোর-ইন-স্টোর এবং ৭৫টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে। ১৫ সেপ্টেম্বর ঢাকার বনানীতে ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর প্রথম আউটলেটের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেতা এবং সালমান খানের ভাই সোহেল খান, তাঁর ভাগ্নে আয়ান অগ্নিহোত্রী এবং প্রতিষ্ঠানটির সিইও সঞ্জীব রাও। জানা গেছে, ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা। ‘বিয়িং হিউম্যান ক্লথিং’-এর লাভের একটি অংশ ‘বিয়িং হিউম্যান : দ্য সালমান খান ফাউন্ডেশন’কে দেওয়া হয়, যেটি ভারতের মুম্বাইয়ে অবস্থিত। ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করে। বলিউড তারকার এই দাতব্য প্রতিষ্ঠানটি সম্প্রসারণের অংশ হিসেবে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় ‘বিয়িং হিউম্যান ক্লথিং’।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ