September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 8:13 pm

ঢাকায় ইসমাইলরা, লন্ডনে অনুশীলনে ইমরান

অনলাইন ডেস্ক :

অ্যাথলেটিকস ফেডারেশন দীর্ঘমেয়াদে জাতীয় দলের অনুশীলন শুরু করেছে। অনেক দিন পর এমন ট্রেনিং ক্যাম্প পেয়ে অ্যাথলেটরা বেশ খুশি। এই ক্যাম্পে ১৬ জন অ্যাথলেটকে নেওয়া হয়েছে। এর মধ্যে লন্ডন প্রবাসী ইমরানুর রহমানও রয়েছেন। তবে দেশের দ্রুততম মানব লন্ডনেই ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাবেন। আর বাকি ১৫ জন ঢাকায় আবাসিক ক্যাম্প শুরু করেছেন। শুক্রবার ছিল জাতীয় দলের ক্যাম্পের জন্য ট্রায়াল। সেখানে ১০০ মিটারে নৌবাহিনীর রাকিবুল হাসান প্রথম, সেনাবাহিনীর মোহাম্মদ ইসমাইল দ্বিতীয় ও নৌবাহিনীর জহির রায়হান তৃতীয় হয়েছেন। মেয়েদের মধ্যে তিনজনের মধ্যে সেরা শিরিন আক্তার।

এ ছাড়া ২০০ মিটারে জহির রায়হান নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। এই ট্রায়াল থেকে আরও ৫ জন অ্যাথলেটকে ক্যাম্পে ডাকা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চার জন কোচের অধীনে দীর্ঘমেয়াদে অনুশীলন হচ্ছে। এর মধ্যে স্প্রিন্টে রয়েছেন আব্দুল্লাহ হেল কাফি। এই ক্যাম্প চলবে অনির্দিষ্টকালের জন্য। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুবলেছেন, ‘আমরা জাতীয় দলের জন্য আবাসিক ক্যাম্প শুরু করেছি। এটা চলতে থাকবে। আগে ১১ জন ছিল। ট্রায়াল থেকে আরও ৫ জনকে নেওয়া হয়েছে। এর মধ্যে ইমরানুর লন্ডনে নিজের মতো অনুশীলন করবেন। বাকিরা হ্যান্ডবল স্টেডিয়ামের কমপ্লেক্সে রেখে অ্যাথলেটরা আবাসিক অনুশীলন চালিয়ে যাবে।’

দীর্ঘমেয়াদের ক্যাম্পটি কোনো টুর্নামেন্টেকে সামনে রেখে নয়। তবে অনুশীলনের মাঝে কোনো টুর্নামেন্ট হলে তখন অগ্রাধিকার ভিত্তিতে দল গড়ে অংশ নেওয়ার কথা জানালেন ফেডারেশনের এই কর্তা। এ ছাড়া অচিরেই জুনিয়রদের ক্যাম্প শুরুর কথাও শোনা গেছে।