April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 21st, 2022, 1:17 pm

ঢাকায় রেকর্ড ৪২ মিলিমিটার বৃষ্টিপাত

ফাইল ছবি

ঢাকায় শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর ও বগুড়া জেলায় বৃষ্টি হতে পারে।

গ্রীষ্মের প্রচণ্ড তাপ থেকে বাসিন্দাদের পরিত্রাণ দিলেও বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন ব্যস্ত অংশে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী ও স্কুলগামী শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়েছে।

শুক্রবার প্রকাশিত আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

—ইউএনবি