শনিবার সকালে হালকা বৃষ্টিতে রাজধানীবাসী প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেয়ছেন।
সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সকাল সাড়ে ৮টার দিকে বহুল প্রতীক্ষিত বৃষ্টি শুরু হয়।
রাজধানীর শ্যামলী, যাত্রাবাড়ী, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, নিউ মার্কেট, কল্যাণপুর, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে দেখা গেছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
—–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি