November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 1st, 2023, 7:30 pm

ঢাকার মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ

এক পোশাক শ্রমিকের ‘মৃত্যুর’ বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেছেন শ্রমিকরা। আন্দোলনকারীরা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিরও দাবি অব্যাহত রেখেছেন। চলমান বিক্ষোভের কারণে আজ বিকালে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।

মজুমদার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কথা শুনতে রাজি হয়নি তারা। বরং শ্রমিকরা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে। অবশেষে প্রতিমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে সকালে শ্রমিকরা মিরপুর সাড়ে ১১ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে চলে আসে। দুপুরের আগে থেকেই কয়েকশ’ শ্রমিক সেখানে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।

মিরপুর থানার সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মোহতারিম বলেন, এক সহকর্মী নিহত হওয়ার অভিযোগ করেছেন পোশাক শ্রমিকরা এবং ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। তবে, কথিত মৃত্যুর স্থান বা পরিস্থিতি সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দেয়নি।

তিনি বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।

পরে শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর-১১ এর পূরবী সিনেমা হলের সামনে বিক্ষোভ করে।

—-ইউএনবি