November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 1:23 pm

ঢাকায় পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নাবিকদের নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী জানান, তারা ইউক্রেন থেকে মলদোভা হয়ে গত ৬ মার্চ রোমানিয়ায় পৌঁছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙ্গর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ বুধবার রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

—ইউএনবি