November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 7th, 2022, 8:37 pm

ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট

ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। বেশ কয়েকটি স্থানে গাড়ীর দীর্ঘ লাইন দেখা গেছে। ফলে তীব্র যানজট ও প্রচণ্ড গরমে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

সড়ক-মহাসড়ক দিয়ে স্বল্প দুরত্ব অতিক্রমকারী যাত্রীদের অনেকেই যানজট এড়াতে পায়ে হেঁটে বা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

বাসযাত্রী ও চালকরা জানান, রাজধানীর প্রবেশপথ আমিন বাজারের পূর্বে বলিয়ারপুর থেকে যানজট শুরু গত কয়েকদিন ধরে যেন নিত্যদিনকার ঘটনায় রূপ নিয়েছে। এখানে প্রায় তিন কিলোমিটার পথ যানজট কমছে না। এছাড়া সাভারের গেন্ডা থেকে সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, বোলিয়ারপুর, নয়ারহাট, ইসলামপুরসহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট দেখা দিয়েছে। আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়কের জিরাবো, জামগড়া, বাইপাইল, ডিইপিজেডসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে যানজট।

এছাড়াও সিএন্ডবি আশুলিয়া সড়কের কলমা, চারাবাগ ও বিশমাইল জিরাবো সড়কের কাঠগড়া এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আবদুস সালাম জানান, যানজট নিরসনে একাধিক পুলিশের টিম কাজ করছে। বেশ কয়েকটি স্থানে পুলিশের উপস্থিতিতে যানজট কমছে না। যেখানে সেখানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠা-নামোনার কারণে যানজটের মূল কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

—ইউএনবি