‘পর্যটক এক্সপ্রেস’ নামে ঢাকা–কক্সবাজার রুটে ১০ জানুয়ারি থেকে আরও এক জোড়া ট্রেন চলাচল করবে।
সোমবার (১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ে থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে বেলা ৩টায়। কক্সবাজার থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছাড়বে। পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়।
রেলওয়ে থেকে জানা যায়, ট্রেনটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে।
উল্লেখ্য, ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৪৬ কিলোমিটার। নতুন ট্রেনের ভাড়া হবে আগের চলাচল ট্রেনের সমান। এই পথে আন্তনগর ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ধরা হয়েছে ৫০০ টাকা। শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ারের ভাড়া ৯৬১ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ১৫০ টাকা এবং ঘুমিয়ে যাওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে ভাড়া দিতে হয় ১ হাজার ৭২৫ টাকা।
গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম