বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। প্রথম সেশনে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেন সফরকারীদের দুই অপরাজিত ব্যাটারকে ফিরিয়ে দিয়েছেন।
এবাদত আজহার আলীকে এবং খালেদ অধিনায়ক বাবর আজমের উইকেট তুলে নেন।
চার উইকেটে ২৪২ রান করে লাঞ্চে যায় পাকিস্তান। ব্যাটিংয়ে ফাওয়াদ আলম এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ১৯ এবং ২৬ রানে অপরাজিত আছেন।
মঙ্গলবার সকালে বৃষ্টি না থাকলেও ম্যাচটি ১০টা ৫০ মিনিটে শুরু হয়।
সোমবার দুপুর ২টায় ম্যাচ র্যাফারি তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর আগে রবিবার দ্বিতীয় দিনের খেলা হয়েছে মাত্র ৬ দশমিক ২ ওভার। এছাড়া প্রথম দিনের খেলাও খারাপ আবহাওয়ার কারণে বাধাগ্রস্ত হয়।
সর্বশেষ খেলা সমাপ্ত ঘোষণা করা হলে পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রান করে অপরাজিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান