পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার পঞ্চম দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে পাকিস্তান করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। এতে ফলোঅনে পড়ে মুমিনুলের দল।
ফলোঅনে পড়ে একই দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০৫ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়েও পাকিস্তানের করা ৩০০ রান টপকাতে পারেনি টাইগাররা। এতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে সফররত পাকিস্তান।
প্রথম ইনিংসে মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন শেষে ২৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭৬ রান। পঞ্চম দিন সকালে বাংলাদেশ মাত্র ২৮ মিনিট ব্যাট করে শেষ তিনটি উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১১ রান।
পাকিস্তানের স্পিনার সাজিদ খান ৪২ রান দিয়ে আট উইকেট নিয়েছেন। টেস্টে এটা তার সেরা বোলিং ফিগার।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৫৪ বলে ৩৩ এবং নাজমুল হোসেন শান্ত ৫০ বলে ৩০ রান করে সর্বোচ্চ রান করেন।
এর আগে ৯৮ দশমিক ৩ ওভার খেলে ৩০০ রান করে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে আজহার আলী, বাবর আজম, ফাওয়াদ আলম ও মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম দুটি এবং খালেদ আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৩ রান করেন সাকিব আল হাসান। এছাড়া ৪৮ রান করেছেন মুশফিকুর রহিম।
পাকিস্তানের পক্ষে দ্বিতীয় ইনিংসে সাজিদ খান চারটি ও শাহীন আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।
দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান