পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বিলম্ব হয়েছে। রবিবার সকাল ১১টা ২৫ মিনিটে দু’দলকে মধ্যাহ্নভোজে পাঠিয়েছেন আম্পায়াররা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ হয়েছে। শনিবার আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
এর আগে শনিবার প্রথম দিনের খেলায়ও চা বিরতির পড়ে আলোক স্বল্পতার কারণে মাঠে কোনো বল গড়ায়নি।
চা বিরতির সময়, পাকিস্তান দুই উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। বাবর আজম ৯৯ বলে ৬০ রান ও আজহার আলী ১১২ বলে ৩৬ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে দুইটি উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত পাকিস্তান।
এই টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের। এছাড়া সাকিব আল হাসান ও খালেদ আহমেদ একাদশে ফেরেন। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলা আবু জায়েদ রাহী, ইয়াসির রাব্বি ও সাঈফ হাসান বাদ পড়েছেন।
এর আগে প্রথম ম্যাচে চট্টগ্রামে লিটন দাস, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামের দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও আট উইকেটে হারে স্বাগতিক বাংলাদেশ।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান