April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 7th, 2023, 7:33 pm

ঢাবির ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৯ দশমিক ৬৯ শতাংশ।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান দুপুর ১টায় আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম থেকে ফল প্রকাশ করেন।

শিক্ষার্থীরা admission.eis.du.ac.bd এই ওয়েব ঠিকানায় তাদের ফল দেখতে পারবেন অথবা ক্ষুদে বার্তার পরিষেবা (এসএমএস) ব্যবহার করেও দেখতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে ফল দেখতে ইংরেজিতে ‘ডিইউ’ লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর দিতে হবে এবং তা ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে।

মোট ১১ হাজার ১৬৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছেন এবং মাত্র ২ হাজার ৯৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ৯০৮টি, কলা বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৪৪টি এবং ব্যবসায় বিভাগ থেকে শিক্ষার্থীদের জন্য ২৮২টি আসন বরাদ্দ রয়েছে।

সকল যোগ্য শিক্ষার্থীদের অনলাইনে বিষয় পছন্দের ফর্ম পূরণ করতে বলা হয়েছে।

এ বছর এই ইউনিটের অধীনে ২ হাজার ৯৪৩টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

—-ইউএনবি