অনলাইন ডেস্ক :
২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের অধীনে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে দেশের আটটি বিভাগের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এ বছর দেশের আটটি বিভাগে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এ ইউনিটের পরীক্ষার সমন্বয় করেছেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ বিষয়ে আমাদের সহায়তা করেছেন। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে আমাকে জানানো হয়েছে।’
এ বছর ‘ক’ ইউনিটের এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী আবেদন করেন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম