ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আটটি বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দেড় ঘণ্টাব্যাপী পরীক্ষা শুরু হয়।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতে আমরা এ বছর দেশের আটটি বিভাগেই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, বিজনেস ফ্যাকাল্টির ডিন অধ্যাপক আবদুল মঈন চৌধুরী পরীক্ষার সমন্বয় করছেন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এ ব্যাপারে আমাদের সহায়তা করেছেন। সবখানে পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ বছর ‘গ’ ইউনিটের ৯৩০ আসনের বিপরীতে ৩০ হাজার ৭০৪ জন পরীক্ষা দিয়েছেন।
ঢাবি ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম