ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্টাফদের আবাসিক এলাকা থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় এলাকার শেখ রাসেল টাওয়ারের পাশের ডাস্টবিন থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
রাজধানীর শাহবাগ থানার পরিদর্শক মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকার শেখ রাসেল টাওয়ারের পাশের ডাস্টবিন থেকে একটি নবজাতকের লাশ পাওয়া গেছে। শিশুটির বয়স ১/২ দিন। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানি বলেন, ‘বিষয়টি মর্মান্তিক। পুলিশ এ বিষয়ে কাজ করছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’
শেখ রাসেল টাওয়ারের পাহারাদার রিপন জানান, আনুমানিক সকাল ১০টার সময় আমি দেখি, পুলিশ ভবনের সামনে থেকে পলিথিনে মোড়ানো কিছু উদ্ধার করে নিয়ে যায়।
—ইউএনবি
আরও পড়ুন
এইচএসসির ফল প্রকাশ শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়
আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে: বেরোবি উপাচার্য
তিন মাস পর ক্লাসে ফিরলেন ঢাবি শিক্ষার্থীরা