November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, July 31st, 2022, 8:35 pm

তরুণদের উদ্যোক্তা হতে দক্ষতা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: পি আই ডি

দেশের জনমিতিক সুবিধাকে লভ্যাংশে পরিণত করতে সরকার দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বোর্ডের প্রথম সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি বছর ২২ লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে যুক্ত হয়। তারা যেন শুধু চাকরি খোঁজার পরিবর্তে উদ্যোক্তা হয়ে ওঠে সে জন্য তাদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার জনমিতিক লভ্যাংশকে কাজে লাগিয়ে রূপকল্প ২০৪১ অর্জন করে দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে চায়।

তিনি বলেন, দেশের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘বিশ্ব প্রযুক্তিগত দিক দিয়ে ক্রমাগত বিকশিত হচ্ছে। এজন্য আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে দক্ষ হিসেবে গড়ে তোলা।’

তিনি বলেন, বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ-তরুণী রয়েছে। এর ফলে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের জনমিতিক সুবিধা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চায় তরুণরা বিশ্ববাজারে তাদের সম্ভাবনাকে দক্ষ জনশক্তি হিসেবে যেন কাজে লাগায়।

তিনি বলেন, ‘আমরা চাই দেশের ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক প্রযুক্তি নির্ভর জ্ঞান সমৃদ্ধ হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে দক্ষ জনশক্তি তৈরি করতে চাই।’

শেখ হাসিনা বিশ্ববাজারে চাহিদার কথা মাথায় রেখে জনশক্তির প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বাংলাদেশ দেশ-বিদেশ থেকে বিনিয়োগ চায় যেখানে দক্ষ জনশক্তি মুখ্য ভূমিকা পালন করবে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্সের ওপর নির্ভরতা কমানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের উৎপাদন বাড়াতে হবে ও বৈচিত্র্য আনতে হবে। আমাদের রপ্তানি বাস্কেট প্রসারিত করতে হবে।’

তিনি কর্মকর্তাদের নতুন বাজার অনুসন্ধান এবং তাদের চাহিদা খুঁজে বের করতে বলেন যাতে বাংলাদেশ সেই অনুযায়ী রপ্তানি পণ্য তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারের জন্য নতুন পণ্য উৎপাদনের জন্য আমাদের উপায় খুঁজে বের করতে হবে।

তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের বিদেশে বিনিয়োগের সুযোগ খোঁজারও পরামর্শ দেন।

তিনি বলেন, ‘শুধু আমরা বিনিয়োগের আমন্ত্রণ জানাব না। আমরা অন্যান্য দেশেও বিনিয়োগ করতে পারি। এই সবের জন্য আমাদের দক্ষ জনবল দরকার।’

তরুণ প্রজন্মকে শুধু সনদ পাওয়ার পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি। যাতে করে তারা নিজেদের উদ্যোগ শুরু করতে পারে এবং অন্যদের চাকরির ব্যবস্থা করতে পারে।

তিনি বলেন, অনেক তরুণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে চাকরির পেছনে ছুটে।

তিনি বলেন, ‘আমরা চাই তরুণ প্রজন্ম যেন দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে।’

—-ইউএনবি