September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 16th, 2024, 7:59 pm

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

ছয় দশমকি ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দ্বীপরাষ্ট্র তাইওয়ানে। স্থানীয় সময় শুক্রবার (১৬ আগষ্ট) সকালে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ)। খবর রয়টার্স, এএফপি। এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ আগষ্ট) সকাল ৭টা ৩৫ মিনিটে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল ছিল দ্বীপের পূর্ব উপকূলে, ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

রয়টার্স বলছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মীরা জানিয়েছেন, তারা হুয়ালিয়েনে ভূমিকম্পের সময় লিফটে আকটা পড়া দুজনকে উদ্ধার করেছেন। এদিকে ন্যাশনাল ফায়ার এজেন্সি বলেছে, ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দ্বীপে উচ্চগতির ট্রেন ও অন্যান্য মেট্রো সেবাগুলো স্বাভাবিক রয়েছে। গত বৃহস্পতিবারেও তাইওয়ানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখনই সতর্কতা জারি করে তাইওয়ান সরকার।

এর আগে গত এপ্রিলে তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প ছিল গত গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানের সবচেয়ে বড় ভূমিকম্প। ওই ভূমিকম্পে ১৭ জন প্রাণ হারায়।