November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 8:24 pm

‘তাকদির’ নির্মিত হচ্ছে তেলুগু ভাষায়

অনলাইন ডেস্ক :

চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’ দিয়ে এবার রিমেক হচ্ছে তেলুগু ভাষায়। লাশবাহী ফ্রিজার ভ্যানচালক তাকদির। একদিন হঠাৎ তার ভ্যানের ভেতর খুঁজে পায় এক নারীর মরদেহ। বুঝতে পারে না, এ লাশ তার ভ্যানের ভেতর কিভাবে এলো! এরপর থানা, পুলিশ, সাংবাদিক, হুমকি, ফোন- সব মিলিয়ে জটিল আকার ধারণ করে পরিস্থিতি। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে থাকে তাকদির। সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদির’ ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফরম ‘হইচই’য়ে মুক্তি পেয়েছিল ২০২০ সালে। এর মাধ্যমে ওটিটিতে বাংলাদেশি নির্মাতাদের কাজ নতুন করে আলোচনায় আসে। তিন বছর পর আবারও ফিরল তাকদির প্রসঙ্গ। সিরিজটি এবার তেলুগু ভাষায় রিমেক হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, যারা মূলত বাংলা সিনেমা-সিরিজ বানায়, তারা এবার পা রেখেছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। তাকদিরও তাদের প্রযোজনায় তৈরি হয়েছিল। ‘দয়া’ নামের ওয়েব সিরিজ দিয়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের তেলুগুতে অভিষেক হচ্ছে।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন। হইচইয়ের টুইটার অ্যাকাউন্টে রিমেকের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, ‘তাকদির এবার আসছে অন্য ভাষায়, অন্য স্বাদে। এটা আমাদের জন্য গর্বের যে তাকদির তেলুগুতে রিমেক করা হলো।’ জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে ‘দয়া’র শুটিং। পোস্ট প্রডাকশনের কাজ চলছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেডি চক্রবর্তী। তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা-পরিচালক ও প্রযোজক ‘দায়া’র মাধ্যমে অনেক দিন পর ফিরছেন তেলুগু ভাষার কনটেন্টে। সিরিজটি পরিচালনা করেছেন পবন সাদিনেনি। ওটিটির দুনিয়ায় এ নির্মাতা নতুন নন। এর আগে তিনি বানিয়েছেন ‘সেনাপতি’, ‘কমিটমেন্টাল’, ‘পিল্লা’র মতো আলোচিত ওটিটি কনটেন্ট। ‘দয়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরো অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শিগগিরই সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। বাংলাদেশ মাতানোর পর এবার দক্ষিণে কেমন ঝড় তুলতে পারে রিমেক ‘তাকদির’, তা তো সময়ই বলে দেবে।