অনলাইন ডেস্ক :
আঁটসাঁট প্যান্ট পরার অপরাধে সংসদ সদস্য হয়েও রেয়াত পেলেন না তানজানিয়ার কনডেস্টার সিচওয়াল। টাইট জিন্স পরার অপরাধে এই নারী সংসদ সদস্যকে সংসদ অধিবেশন থেকে সোজা বের করে দেন স্পিকার জব দুগাই।
‘বেরিয়ে যান, ভালো পোশাক পরে ফের আমাদের সাথে যোগ দেবেন’ বলে কনডেস্টারকে স্পিকার বের করে দেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
এ ঘটনার পর দুগাই এক পুরুষ সংসদ সদস্যকে বলেন, ‘আমাদের কোনো কোনো বোনেরা উদ্ভট পোশাক পরেন….তারা আসলে সমাজকে কী বোঝাতে চায়?’
এ ব্যাপারে নারী সংসদ সদস্যদের টাইম জিন্স পরা নিষিদ্ধের ব্যাপারে সংসদীয় নিয়মের প্রসঙ্গ টেনে আরেক সংসদ সদস্য হুসাইন ওপর বলেন, সংসদ সমাজেরই প্রতিবিম্ব।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু