April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 7:43 pm

তামিমকে সিদ্ধান্ত বদলানোর জন্য বলবেন সুজন

অনলাইন ডেস্ক :

এই নাটকের শুরু গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে। সেই বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়, তামিম আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না। তবে এখন পর্যন্ত তামিম নিজের মুখে এ ব্যাপারে কিছুই বলেননি। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন হুট করেই সাংবাদিকদের বলেন, তামিম আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না! পাপনের এই বক্তব্যের পর নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের এমন সিদ্ধান্ত মানতেই পারছেন না জাতীয় দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তামিমকে সিদ্ধান্ত বদলানোর জন্য বলবেন কি না- এমন প্রশ্নে রোববার সাংবাদিকদের সুজন বলেন, ‘অবশ্যই, এটা আমার দায়িত্বই। আমি চাই বাংলাদেশের সেরা দলটা তিন ফরম্যাটে খেলুক। আমি জানি ওরা সবাই খেলার শেষের দিকেই চলে এসেছে। হয়তো আরো ২-৩ বছর খেলবে। একটা জিনিস ফোকাস করতে চাই- আগামী এক বছর বাংলাদেশের অনেক খেলা আছে। ‘তামিম ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন, সেটাও খুঁজে বের করার চেষ্টা করবেন ক্রিকেটারদের প্রিয় ব্যক্তিত্ব সুজন। তিনি আরো বলেন, ‘তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সাথে খেলা আছে, খেলা শেষে পারলে কথা বলব- ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে, এটাকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।’ সুজন বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একটু তো অবাকই আমি! নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরি আগে, তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম নাকি পাপন ভাইকে বলেছে আর খেলবে না। তবে এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেওয়া যাবে না। ‘