April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 7th, 2022, 7:45 pm

তামিমের অভিযোগ প্রসঙ্গে যা বললেন পাপন

অনলাইন ডেস্ক :

চলতি বছরের ২৭ জানুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিরতিতে যান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিরতি শেষ হতে আর খুব বেশিদিন নেই। এমন অবস্থায় আলোচনায় কবে নাগাদ ক্রিকেটের ছোট এই ফরম্যাটে ফিরবেন দেশসেরা ওপেনার? না কি আদৌ ফিরবেন না। তাছাড়া এ বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বিষয়টি নিয়ে তামিম ইকবাল এখনো কিছু খোলাসা না করলেও মিডিয়ায় নানা আলোচনা হচ্ছে। এমনকি বোর্ডের বিভিন্ন কর্তাব্যক্তিরাও নানান সময় মন্তব্য করছেন। সেটি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। এসব বিষয় নিয়ে বেশ বিরক্ত তিনি। একই সঙ্গে দাবি করেছেন, তাকে এ ব্যাপারে কিছু বলতে দেওয়া হচ্ছে না। তার আগে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায়ও একই অভিযোগ করেছেন তিনি। সেই প্রেক্ষিতে গত সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিমের এ অভিযোগ মিথ্যা। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা (টি-টোয়েন্টি নিয়ে তার সঙ্গে আমরা কথা বলছি না)। আমি তাকে আমার বাসায় ডেকেছি এবং ওকে টি-টোয়েন্টি খেলার জন্য অন্তত চার বার বলেছি। বোর্ডের অন্য সদস্যরাও তার সঙ্গে কথা বলেছে। ও বলেছে খেলবে না এবং দেখেন এখন সে কী বলছে।’ বেশ কয়েক বার তামিমকে টি-টোয়েন্টি খেলার জন্য বুঝানোর চেষ্টা করা হয়েছে দাবি করে বিসিবি সভাপতি বলেন, বারবার বুঝানোর চেষ্টা করা হলেও সে আমাদের লিখিত আকারে জানিয়েছে খেলবে না। সুতরাং. আমি বুঝতে পারছি না যে কনফিউশনটা কোথায়। আমি বলতে চাই যে, তাকে বলতে দেওয়া হোক যে সে কী বলতে চায়। এর পরই আমাদের হাতে কী প্রমাণ আছে তা তুলে ধরবো।’ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল খেলুক, সেটাই চান বিসিবি বস। নাজমুল হাসান পাপন বলেন, ‘ছয় মাস (তামিমের বিরতি) শেষ হওয়ার পথে। আমরা চাই সে টি-টোয়েন্টি খেলুক এবং এটা খুব সাধারণ। এখন সে খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি সে চায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে টি-টোয়েন্টি খেলতে হবে।’