November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 27th, 2023, 7:56 pm

তামিম ইস্যুতে যা বললেন মাহমুদ

অনলাইন ডেস্ক :

তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট। এর মাঝেই বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্য দেশ ছেড়েছে বাংলাদেশ দল। রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। স্বাভাবিকভাবে মাহমুদকে তামিম ইস্যুতেই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তামিমকে নিয়ে উচ্চকিত পরিস্থিতি স্বাভাবিকভাবে দেখলেও এর শেষ চান জানিয়ে তিনি বলেন, ‘কথা হবেই। কেউ বাদ পড়বে, কেউ ঢুকবে। এটা আমাদের সময় হয়েছে। সব সময়ই ছিল। যেটা হয়ে গেছে, সেটা কালকে শেষ। আজকে নতুন একটা দিন শুরু করেছি।

আমি বিশ্বাস করি, ছেলেরা সেভাবে আত্মবিশ্বাসী থাকবে।’ চোট নিয়ে বিপিএলের ড্রাফটের দিন মাহমুদের সঙ্গে কথা হয়েছে তামিমের। ব্যথা আছে জানিয়ে তখন তামিম জানান, ‘ইনজুরিটা আছে। ব্যথা করছে, ব্যাক পেইন আছে। আমাকে ম্যানেজ করেই খেলতে হবে, খেলতে চাই। সেটা আমি পরিষ্কার করে দেব বোর্ডে, জানিয়ে দেব।’ দুজনের ওই কথোপকথন নিয়ে মাহমুদ আরও জানিয়েছেন, ‘সে (তামিম) বলে গেল এইটুকুই যে আমার ব্যথা হচ্ছে। পেইনটা খুব বেশি। আমি বললাম, নেক্সট পরিচর্যাটা কী? তো ও বলল, ওর আরেকটা ইনজেকশনের সুযোগ থাকতে পারে হয়তোবা।’ এরপর মাহমুদ জানান, তামিম তাঁকে বলেছেন, ‘আমার আসলে এভাবেই যাবে। ভালো কিছু হবে না। আমার ব্যথা হয়। অনেক ব্যথা হয়।’