April 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 10th, 2023, 7:47 pm

তারা এবার প্রতিবেশী প্রেমিক-প্রেমিকা

অনলাইন ডেস্ক :

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। এটি একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। এবারের আয়োজনে দেখা যাবে, পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমানের গল্প। তাদের এসব কর্মকা-ের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। ফাগুন অডিও ভিশন কর্তা হানিফ সংকেত জানান, এবারের ‘পাঁচফোড়ন’-এ দুই প্রতিবেশী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির ও সুমাইয়া শিমু। এতে মূল গান রয়েছে ৩টি। একটি গেয়েছেন সুমী শবনম। ‘মন তোরে দেখিতে পাই না…’ শিরোনামে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসেন ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। ‘তোমার চোখে আমার চোখে’ শিরোনামে গান গেয়েছেন দিনাত জাহান মুন্নী। লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন মডেল সাজ্জাদ ও মোনালিসা দীপা। সঞ্চালনার পাশাপাশি মীর সাব্বির ও সুমাইয়া শিমুকে দিয়ে চিত্রায়ন করা হয়েছে একটি ভালোবাসার গান। রয়েছে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার জারুলছড়ি গ্রামের মন শান্তি চাকমা নামে এক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির বাদ্যযন্ত্র ছাড়া একক কণ্ঠে অসাধারণ দ্বৈত সংগীত। চট্টগ্রাম জেলার সীতাকু- উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে গত ১৩০ বছর ধরে শীতের সময় গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হয়। তাদের এই অভিনব উদ্যোগের ওপর এবারের আয়োজনে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন। রয়েছে ভালোবাসার ওপর বিভিন্ন আঙ্গিকে মজাদার কিছু নাট্যাংশ। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে। পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।